• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ২১ বেসরকারি ব্যক্তিকে ডুবুরি প্রশিক্ষণ প্রদান

প্রকাশ:  ০৮ আগস্ট ২০১৮, ২২:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের উত্তাল পদ্মা-মেঘনা নদীতে লঞ্চ ও নৌকা ডুবির ঘটনায় যাত্রীদের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের আয়োজনে ২১জন বেসরকারি ব্যক্তিকে দিনব্যাপী ডুবুরি প্রশিক্ষণ প্রদানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ আগষ্ট) সকাল ১০টায় চাঁদপুর শহরের বড়স্টেশন মেঘনার পাড় মোলহেডে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ জামান, চাঁদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন দত্ত, চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ প্রমুখ। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে সহায়তা প্রদান করবেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যবৃন্দ।

সর্বাধিক পঠিত