• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রত্যেক মাকে তার সন্তানের চাহিদা বুঝতে হবে

প্রকাশ:  ০৮ আগস্ট ২০১৮, ১২:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

'প্রত্যেক মাকে তার সন্তানের চাহিদা ও অনুভূতি বুঝতে হবে। মাকে সন্তানের বন্ধু হতে হবে, তবেই সন্তানকে মানুষের মতো মানুষ করা সম্ভব হয়ে উঠবে।' গতকাল মঙ্গলবার হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। বিদ্যালয় মাঠে আয়োজিত মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে এ অভিভাবক সমাবেশে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির।


ইউএনও বৈশাখী বড়ুয়া আরো বলেন, শুধুমাত্র পড়ালেখার প্রতি মানসিক চাপ সৃষ্টি করবেন না। তাদেরকে খেলাধুলা এবং বিনোদনের সুযোগ করে দিবেন। বিভিন্ন শিক্ষণীয় এবং দর্শনীয় স্থানে পরিবারসহ ঘুরে আসবেন। সন্তানের বন্ধু হবেন। তার মনের ভাষা বুঝার চেষ্টা করবেন। ছেলে ও মেয়েকে আলাদা চোখে দেখবেন না। তারা কোথায় যায়, কী করে এবং কার সাথে চলাফেরা করে তার প্রতি লক্ষ্য রাখবেন। মেয়েদের বাল্যবিবাহ দিবেন না। ছেলেদের অসৎসঙ্গ থেকে দূরে রাখবেন। সচেতন থাকবেন। মনে রাখতে হবে, সচেতনতার বিকল্প নেই।

 


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ ও রান্ধুনীমূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ফজলুল হক মজুমদার, শিক্ষার্থী আমেনা আক্তার।

 


বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ বোরহান, গীতা পাঠ করেন প্রিয়ন্তী দাস। এছাড়া বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যেৎসাহী সদস্য আলহাজ্ব মহসিন কবির মুন্সী, অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মঞ্জুর আলম মুন্সী, ফেরদৌসী আক্তারসহ অন্যান্য শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত