• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাবেক পৌর কাউন্সিলর খালেদা রহমানের স্বামীর ইন্তেকাল

ডাঃ দীপু মনি এমপির শোক

প্রকাশ:  ০৮ আগস্ট ২০১৮, ১০:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা খালেদা রহমানের স্বামী ব্যবসায়ী মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালি...রাজেউন)। গতকাল ৭ আগস্ট মঙ্গলবার দুপুর দুইটার সময় পুরাণবাজার পূর্ব শ্রীরামদী মমিনবাগের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, জামাতা, একমাত্র নাতনিসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

গতকাল রাত সাড়ে ১০টায় ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মমিনবাগের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর খবর পেয়ে বিকেলে ডাঃ দীপু মনি এমপি মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা রহমানের বাসভবনে উপস্থিত হয়ে তাকে সান্ত্বনা দেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ডাঃ দীপু মনি এমপির শোক

চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা খালেদা রহমানের স্বামী মিজানুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাঃ দীপু মনি এমপি। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত