• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অপপ্রচারে থানায় মামলা

প্রকাশ:  ০৮ আগস্ট ২০১৮, ১০:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জামায়াত-শিবির পরিচালিত 'বাঁশের কেল্লা'সহ আরো দুটি ফেসবুক আইডিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজের বিরুদ্ধে অপপ্রচার করায় তিনি চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বাঁশের কেল্লা, আব্দুল্লাহ আল নয়ন ও মেহেরুন আরোহা নামক ফেসবুক আইডিতে তার ছবিকে ব্যঙ্গ করে উক্ত ছবির সাথে আরো কয়েকটি ছবি একত্রিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি বলে প্রচার করা হয়। বাঁশের কেল্লা ও আব্দুল্লাহ আল নয়ন আইডিতে উল্লেখ করা হয় 'জিগাতলায় স্কুল শিক্ষার্থীদের উপর হামলাকারী হেলমেটধারী আওয়ামী সন্ত্রাসীদের একজন আতিউর রহমান পারভেজ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি'। মেহেরুন আরোহা ফেসবুক আইডিতে উল্লেখ করা হয়, 'গোল চিহ্নের অস্ত্রধারী সন্ত্রাসটা চাঁদপুর ছাত্রলীগের সভাপতি, আতিউর রহমান পারভেজ! ছেলেটা দেখতে খুব ভদ্র, হাছিনা এদের কে টাকা দিয়ে লালন পালন করে কেন দেখেন! ঐদিন ছাত্রদের উপর হামলায় ছেলেটা সামনে ছিলো, সেয়ার করে সবাইকে ছিনিয়ে দেন'। জেলা ছাত্রলীগের সভাপতি তার বিরুদ্ধে এসব অপপ্রচার করায় এসব আইডিধারীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা করেন।


এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। ওইসব আইডিতে যেদিনকার কথা উল্লেখ করা হয়েছে, সেদিন আমি চাঁদপুরে ছিলাম এবং প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাদের সাথেও সেদিন আমার সরাসরি দেখা সাক্ষাত হয়েছে। এ বিষয়ে আমি আইনী ব্যবস্থার জন্যে চাঁদপুর মডেল থানায় মামলা করেছি।

সর্বাধিক পঠিত