• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পাননিতে ডুবে শিশু মৃত্যু

প্রকাশ:  ০৭ আগস্ট ২০১৮, ১৬:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
পুকুরের পানিতে ডুবে ইউসুফ নামের পাঁচ বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) সকালে চাঁদপুর শহর তলীর বাহের খলিসাডুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের রহমান মিয়ার ছেলে। নিহতের স্বজন কাউসার গাজী জানায়, মঙ্গলবার সকালে শিশু ইউসুফ খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে। তারা তাৎক্ষনিক তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়।

সর্বাধিক পঠিত