• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদগঞ্জে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ:  ০৫ আগস্ট ২০১৮, ২১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক এমপি পুত্র, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জনপ্রিয় নেতা ও ফরিদগঞ্জে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমন। গত শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ফরিদগঞ্জের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পনের পর ফাতেহা পাঠ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, সাবেক ছাত্রলীগ নেতা নূরের রহমান সুমন, কামরুজ্জামান সবুজ, অ্যাডঃ মাহাবুব আলম, বুলবুল আহম্মেদ, মোঃ মনির হোসেন, দেলোয়ার হোসেন ভূঁইয়া, ফারুক হোসেন, মজিবুর রহমান, ফয়সাল আহেম্মেদ মুন্না, সুমন আহম্মেদ, সুমন খান, কামরুল সরকার, মাহাবুব আলম, রুবেল সরকার, ইউপি সদস্য মাহিন উদ্দিন, রাসেল আহম্মেদ ভূঁইয়া, স্বপন আহম্মেদ, রাসেল বেপারী, পৌর আওয়ামী লীগহ নেতা মিজানুর রহমান, পৌর যুবলীগ নেতা ফিরোজ আলম, আরমান হোসেন আমিন, ভুট্ট মিয়াজী, বেলায়েত হোসেন রিপন, মোশারফ হোসেন তানভরি হোসেন মিঠু, মোহন মিয়াজী, কাউসার, উপেজলা যুবলীগ নেতা জাহির হোসেন, কাইয়ুম গাজী, শাহেদুল আলম, সুমন, আক্তার হোসেন, জসিম উদ্দিন, এমরান হোসেন আমিন, জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন রুবেল, বাকী বিল্লাহ, নাঈম হোসেন, আলী হোসেন, নাছির আহম্মেদ, মেহেরাজ, মাহাবুবুর রহমান, তারেক মিজি, ফয়সাল, সঞ্জিব সরকার, ই¯্রাফিল, ইউনিয়ন যুবলীগ নেতা সফিকুর রহমান, হান্নান তালুকদার, রিয়াদ হোসেন, নবির আহম্মেদ, সোহাগ, সাত্তার হোসেন, নছির কবিরাজ, মেহেদী হাছান বাপ্পী মিলন, ফরিদ প্রমুখ।

সর্বাধিক পঠিত