• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পৌর ১৩নং ওয়ার্ডের যাতায়াতের রাস্তাগুলোর বেহাল দশা

অমরেশ দত্ত জয়

প্রকাশ:  ০৫ আগস্ট ২০১৮, ১১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের পৌর ১৩ নং ওয়ার্ডের যাতায়াতের রাস্তাগুলো চলা চলের অনুপযোগী  হয়ে পড়ছে।বার বার জনপ্রতিনিধি বদল হলেও বদলায়নি রাস্তার পরিবেশ।ছোট বড় গর্ত,রাস্তার দু'পাশ ধ্বসে পড়া,পিছ ঢালাইের কনক্রিট উঠে যাওয়া,নিম্নমানের বাঁধ নির্মাণ সহ নানাবিধ সমস্যায় রাস্তা গুলোর এখন বেহাল দশা।বর্তমান অাওয়ামীলীগ সরকার ক্ষমতায় অাসলে পৌর এলাকার বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ঘটলেও পাল্টায়নি যেন এই এলাকার স্থানীয় সব রাস্তাগুলো।অথচ অায়তনে পৌর এলাকার মধ্যে প্রায় এটিই সবচেয়ে বড় ওয়ার্ড।সরজমিনে গতকাল ৪ অাগষ্ট শনিবার এই ওয়ার্ডস্থ ওয়াপদা গেইটের ভিতর দিয়ে মিশে যাওয়া ডাকাতিয়া নদীর দিকে বয়ে যাওয়া খালপারের মঠখোলা টু শেখের হাট রাস্তায় দেখা যায়, এ রাস্তাটি বিভিন্ন অংশে ভেঙ্গে খালে পরে যাওয়ার উপক্রম হয়েছে।এখনি পদক্ষেপ না নিলে এ রাস্তা হয়তো টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।এ রাস্তার বেশির ভাগ অংশেরই পিচ ঢালাই উঠে গেছে।অন্য দিকে বাহের খলিশাডুলী হয়ে ইব্রাহীমপুর স্কুল সংলগ্ন মৈশাদীর দিকে যাওয়া রাস্তাটি যেন তার সুন্দর্যের অস্তিস্ত হারিয়েছে।একটু সচেতনতার অভাবেই যেন কেউ কেউ রাস্তার দুপাশে ভবিষ্যৎে রাস্তা প্রশস্তকরনের জায়গা না রাখার কথা ভেবেই ইটের দেয়াল ও টিনের বেড়া তুলে দিয়েছে,বিদ্যুৎের খুঁটি বসিয়েছে।এ ছাড়াও 

রাস্তার ওপরে গর্ত অার ইটের খনাখন্দে ভরে গেছে,রাস্তা চিকন করে বসত বাড়ী নির্মানসহ নানান ক্ষতি করে চলেছে।এই রাস্তায় এমন কিছু মোড় সৃষ্টি হয়েছে যেখানে রাস্তা একপাশ হতে অাসা অন্য দিকের অাসা যানবাহন দেখার উপায় নেই।তাই যেকোন সময় ঘটতে পারে  প্রাণহানির মত বড় ধরনের দূর্ঘটনাও।অতচ এ রাস্তা গুলি দিয়ে রিক্সা-ভ্যানে করে নানান কৃষিজ পণ্য,ইট-বালুর ট্রাক বোঝাই গাড়ী,দৈনন্দিন ব্যবসায়িক নানান পণ্যও অানয়ন করা হয়।যা চাঁদপুর তথা দেশের অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।কিন্তু রাস্তার এহেন দুর্দশার জন্য এ রাস্তাগুলো যেন প্রায় অকেঁজো হয়ে পড়েছে।স্থানীয় অসুস্থ লোকজনকে শহরের উদ্দ্যেশে রাস্তা দিয়ে নেয়ার সময় তাদের ভোগান্তি যেন চরম পর্যায় পৌঁছেছে।এ রাস্তা দিয়ে যাতায়াতকারী ভুক্তভোগী অনেক পথচারী এ প্রতিবেদককে জানিয়েছেন,রাস্তা অত্যান্ত নিঁচু ও চিকন।এ জন্য প্রায় প্রতি বছরের বর্ষাতেই এ রাস্তায় পানি উঠে যায়। অার বিগত সময়ে যখন এ রাস্তায় পিচ ঢালাই হয়েছিলো তা অত্যান্ত নিম্নমানের।সামান্য বৃষ্টিতেই ওই সব ঢালাই তখনি উঠে গেছে।সেই থেকে এখন পর্যন্ত কেউ যেন রাস্তার এসব বিষয় দেখেও দেখছে না।তাই এই রাস্তা নতুন রূপে উঁচু ও প্রসস্থ করে ভালো মানের পিচ ঢালাইয়ে চাঁদপুরের রূপকার পৌর মেয়র ও এমপির হস্তক্ষেপ প্রয়োজন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভুগীরা।১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অালমগীর গাজী জানান, অামি অামার ওয়ার্ডের অনেক উন্ময়নমূলক কাজ করেছি।অনেক নতুন রাস্তা করে দেয়ারও চেষ্টা করেছি।ওই রাস্তাটির উন্নয়নের ব্যপারে অালোচনা চলছে এবং কয়েকবার মেরামতও করেছিলাম কিন্তু তবুও রাস্তাটি ভাঙ্গণ রোধ সম্ভব হচ্ছে না।দীর্ঘ পরিকল্পনা অার পর্যাপ্ত বাজেট পেলে রাস্তাটির উন্নয়ন সম্ভব হতে পারে।অার বাহের খলিশাডুলী-মৈশাদীগামি সড়কটির কাজ অারম্ভের ব্যাপারেও অামি পৌর মেয়র মহোদয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অালোচনা করছি। বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের সাথে পৌর ১৩ নং ওয়ার্ডের রাস্তার বেহাল সমস্যারও সমাধান হবে ও দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্টগণ তদারকি করে রাস্তার উন্নয়নে কাজ অারম্ভ করবে বলে অনেক অাশাবাদী এ অঞ্চলের স্থানীয়রা।

সর্বাধিক পঠিত