ডাঃ দীপু মনির সাথে নৌ-যান শ্রমিকলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
বাংলাদেশ নৌ-যান শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির সদস্যরা চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের মিশন রোডস্থ ডাঃ দীপু মনি এমপির বাসায় সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় নৌযান শ্রমিকলীগ সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসেন জুয়েলের নেতৃত্বে অন্যান্য সদস্যরা দলকে শক্তিশালী করার বিষয়ে ডাঃ দীপু মনি এমপি নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোঃ সফিকুর রহমান গাজী, সহ-সভাপতি কামরুল হাসান কাউসার, মুনসুর জিলানী, মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন খান, দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক নূরে আলম নয়ন, আইন শ্রমিক আমির হোসেন বেপারী, লিটন বেপারী, গোলাম মুর্তজা, জাহাঙ্গীর আলম গাজী, আব্দুর রহিম ছৈয়াল প্রমুখ।