সিএনজির শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভা মূলতবি
সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভা হট্টগোলের কারণে মূলতবি করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক কাজী ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন হোসেনের পরিচালনায় বক্তারা বলেন, লেকেরপাড়, ওয়্যারলেস বাজার ও বাবুরহাট এলাকাসহ ৩টি পয়েন্টে গাড়ি থেকে ১০ টাকা হারে চাঁদা উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ৫০ হাজার টাকা এই ইউনিয়নের আয় হয়ে থাকে। কোন খাতে শ্রমিকদের দেয়া এই অর্থ ব্যয় করা হচ্ছে তা শ্রমিকদের সামনে উপস্থাপন করা প্রয়োজন। আমরা শ্রমিক নেতারা অনেক কিছুই মেনে চলি। সংগঠনের যারা কান্ডারী তাদেরকে যদি শ্রমিকরা চাঁদা না দিলে খারাপ ব্যবহার করে তা মেনে নেয়ার মতো না। জনৈক শ্রমিক অভিযোগ তোলেন ৫ বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের সিএনজি স্কুটার চালক বিল্লাল হোসেন ৭ হাজার টাকা দিয়েও তার ড্রাইভিং লাইসেন্স ও রানার কার্ড এখন পর্যন্ত পাননি। বরং তাকে মারধর করা হয়েছিল। এ থেকে শ্রমিকরা পরিত্রাণ পেতে চায়।
এ সময় বক্তব্য রাখেন নৌযান শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ বিপ্লব সরকার, সিএনজি শ্রমিক ইউনিয়নের সলিম গাজী, আলমগীর পাঠান, সফিক গাজী, ইকবাল হোসেন পাটওয়ারী, আলম খান, দীন ইসলাম, আব্দুল লতিফ খান, আব্দুল লতিফ মাল, আনোয়ার হোসেন আনু, আবুল খান, মোঃ বাদশা, তাইজ উদ্দিন হাওলাদার, দেলোয়ার হোসেন দেলু মিজি, কামাল হোসেন, মোঃ জহিরুল ইসলাম, শাহ আলম মিজি, মোঃ রফিক পাটওয়ারী, আবু তাহের মিজি, হযরত আলী বেপারী প্রমুখ।
ফারুক শেখ ও মাসুদ হোসেনের সাথে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকরা মারমুখী অবস্থায় চলে গেলে সভাটি মূলতবি করা হয়।