জেলা প্রশাসন ও বিআরটিএ'র যৌথ অভিযানে ১১ অটোরিক্সাকে জরিমানা
চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ অভিযানে ১১ অটোরিক্সা থেকে ৩৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল ২ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অটোরিক্সার লাইসেন্স ও চালকের লাইসেন্স না থাকায় ১১টি অটোরিক্সার চালকের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। এছাড়াও ৮টি অটোরিক্সা চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুর রহমান ও মোটরযান পরিদর্শক জিয়াউদ্দিন।
এদিকে লাইসেন্স না থাকার বিষয়ে অটোরিক্সা চালকদের বক্তব্য হচ্ছে-শিক্ষার আলো না থাকায় অধিকাংশ অটো রিক্সাচালক ড্রাইভিং লাইসেন্স করতে পারছে না। চাঁদপুর শহর ও জেলায় যে পরিমাণ অটোরিক্সা চলছে, শতকরা ৭০ ভাগ চালকের শিক্ষার আলো একেবারেই নেই। সে সব চালক কোনরকম নিজের নাম লিখতে পারে।
এ ব্যাপারে মোটরযান পরিদর্শক বলেন, ড্রাইভিং লাইসেন্স পেতে হলে লিখিত পরীক্ষা দিতে হবে। ট্্রাফিক আইন জানতে হবে। সড়ক পথে যে সব গাড়ির চালক যে কোনো গাড়ি চালাবে তাদেরকে ন্যূনতম লেখাপড়া জানতেই হবে। লিখিত পরীক্ষা দিতে না পারলে তাকে লাইসেন্স দিবে কী করে। যে সব গাড়ির চালক ন্যূনতম লেখাপড়া জানে না তারা গাড়ি চালাবেন না।