• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট আশেক আলী খানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ:  ০২ আগস্ট ২০১৮, ২৩:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট কচুয়ার গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আশেক আলী খানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে  গতকাল ২ আগস্ট বৃহস্পতিবার গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে খতমে কোরআন তেলাওয়াত, খতমে খাজেগান, খতমে তাহালিল, মিলাদ-দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুমের পুত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপ্রধানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সমাজসেবক শাহজাহান খান প্রমুখ। স্মরণসভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচি পালনের শুরুতেই ড. মহীউদ্দীন খান আলমগীর তাঁর পরিবারের সদস্য ও অতিথিবৃন্দ মরহুম আশেক আলী খানের কবরে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

 

 

সর্বাধিক পঠিত