• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

দরিদ্রতার মধ্যে বসবাস করলে অন্যের কষ্টটা সহজে উপলব্ধি করা যায়

--------- জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খান

প্রকাশ:  ০২ আগস্ট ২০১৮, ০০:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা জজশীপ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী এ কর্মকর্তা অনেক দুঃখ-কষ্ট অতিক্রম করে আজকের এ পর্যায়ে এসেছেন। মানুষ কিভাবে সমস্যার মধ্য দিয়ে বড় হয় তিনিই হচ্ছেন তার জীবন্ত প্রমাণ। কবি নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, দরিদ্রতাই মানুষকে মহান করে তোলে। আর দরিদ্রতার মধ্যে বসবাস করলে অন্যের কষ্টটা সহজে উপলব্ধি করা যায়। তিনি কর্মদক্ষতা দিয়ে জেলা জজ আদালতে কিছু পরিবর্তন এনেছেন। কর্মচারীদের দৈনন্দিন কাজে বিভিন্ন সমস্যায় তিনি সবসময় এগিয়ে এসেছেন। তার বিদায় আমাদের মধ্যে কিছুটা হলেও শূন্যতার সৃষ্টি করবে। তার এই শূন্যতা দূর করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি। তিনি বিদায়ী এ কর্মকর্তার সর্বাঙ্গীণ মঙ্গল  ও সফলতা কামনা করেন।
    জেলা জজ আদালতের নাজির এটিএম আব্দুল মতিন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ) মোঃ আব্দুল মান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহসান তারেক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ ও যুগ্ম জেলা জজ মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলা জজশীপ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির অন্য বিচারকগণ উপস্থিত ছিলেন।
    কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ, জেলা জজ আদালতের প্রধান তুলনাকারী আব্দুল ওয়াদুদ, বেঞ্চ সহকারী আনোয়ার হোসেন, নেজারত শাখার জারিকারক আবুল কাশেম, অফিস সহকারী মহসীন আখন্দ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র সেরেস্তাদার মাকছুদ উল্যাহ এবং গীতা পাঠ করেন হিসাবরক্ষক নারায়ণ চন্দ্র দে।

 

সর্বাধিক পঠিত