• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের নতুন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম

প্রকাশ:  ০২ আগস্ট ২০১৮, ০০:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসিবে খুব শীঘ্রই যোগদান করবেন জিহাদুল কবির পিপিএম। আর চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমকে বদলি করা হয়েছে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে।
    বুধবার ১ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ সুপার জিহাদুল কবির এর পূর্বে পাবনা জেলার পুলিশ সুপার এবং তার পূর্বে রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।


অপরদিকে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম চাঁদপুর জেলায় ২০১৫ সালের ১২ জুন যোগদান করেন। ৩ বছর কর্মরত অবস্থায় তিনি জেলার মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে বিশেষ অবদান রেখেছেন। এছাড়াও নারী ও শিশুদের কল্যাণে গঠিত বিশেষ সেলে সেবা প্রদান করে বেশ সুনাম কুড়িয়েছেন।

সর্বাধিক পঠিত