• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে জিআরের চাল বিতরণ অনুষ্ঠানে ডাঃ দীপু মনি এমপি

আবার নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন

প্রকাশ:  ৩১ জুলাই ২০১৮, ২০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় জিআরের চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি বলেন, হাইমচরের প্রাণের দাবি নদী ভাঙ্গনরোধ প্রকল্প বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফল হয়েছে। হাইমচরের আর একটু মাটিও নদীতে বিলীন হবে না। আমার পূর্বে যে সকল সংসদ সদস্য এসেছেন তারা কী করেছেন তা আপনারাই দেখেছেন। আমি নির্বাচিত হওয়ার পরে হাইমচরে প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পেঁৗছে দিতে পেরেছি। আমি যদি ভালো কিছু করে থাকি তাহলে আমাকে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। তিনি বলেন, আমরা জ্বালাও, পোড়াও, হত্যা, খুনের রাজনীতিতে বিশ্বাসী নয়। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।


গতকাল ৩০ জুলাই হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন পরিষদে জিআরের চাল বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মনির হোসেন দুলাল পাওয়ারীর সভাপ্রধানে ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার পরিচালনায় উপরোক্ত কথাগুলো বলেন ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন প্রধানীয়া, হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, শাহাদাত সরকার, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী, দপ্তর সম্পাদক মাকসুদ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 


এরপর দুপুর ২টায় তিনি হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীর সভাপ্রধানে জিআরের চাল বিতরণ উদ্বোধন করেন আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি।

 


গাজীপুর ইউনিয়নের প্রায় ৮শ' মহিলার অংশগ্রহণে মহিলা সমাবেশে ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী স্বাগত বক্তব্যে বলেন, বিগত সংসদ নির্বাচনে গাজীপুরের জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রার্থী ডাঃ দীপু মনিকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আগামী নির্বাচনেও গাজীপুর ইউনিয়নবাসী নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি আজ ব্যক্ত করলো।

 


পরে বেলা ৩টায় হাইমচর উপজেলা পরিষদে আলগী দক্ষিণ, নীলকমল ও হাইমচর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে জিআরের চাল বিতরণ উদ্বোধন করেন ডাঃ দীপু মনি এমপি।

সূত্র : চাঁদপুর কণ্ঠ

সর্বাধিক পঠিত