পুরো বর্ষায়ই এমন অবস্থা...
প্রকাশ: ৩০ জুলাই ২০১৮, ২১:০৬ | আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২১:১১
চাঁদপুর পোস্ট ডেস্ক
প্রিন্ট
চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আক্কাস আলী রেলওয়ে একাডেমি অনেক পুরানো দুটি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে নতুন ভবন হলেও হাইস্কুল তথা আক্কাস আলী রেলওয়ে একাডেমিটি বহু পুরানো জরাজীর্ণ ভবনেই শ্রেণী কার্যক্রম চলছে। তবে সবচেয়ে দুর্ভোগের বিষয় হচ্ছে জলাবদ্ধতা। প্রতি বর্ষায় পাশাপাশি দুটি স্কুলই জলাবদ্ধতার শিকার হচ্ছে। পুরো মাঠ এমনকি অতি বৃষ্টি হলে ভবনের বারান্দায় ও রুমেও বৃষ্টির পানি প্রবেশ করে। প্রতি বর্ষায়ই এমন দুর্ভোগের চিত্র দেখা যায় স্কুল দুটি ঘিরে। কিন্তু দেখার যেনো কেউ নেই।