• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আগামীকাল প্রধানমন্ত্রীর কাছ থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করবে উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাবদলের ৩ সদস্য

প্রকাশ:  ২৮ জুলাই ২০১৮, ২০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদলের ৩ সদস্য ও মালিয়া ইসলাম নদী, যুথি আক্তার, সিফাত হোসেন আগামী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করবে। আজ বিকেল ৫টায় এ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হবে। ২০১৬ সালে ওরা ৩ জন শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়।
নদী বর্তমানে মাতৃপীঠ গালর্স স্কুলে ৭ম শ্রেণির ছাত্রী। যুথি লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী এবং সিফাত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। উল্লেখ্য যে, এর পূর্বে এই বিদ্যালয় থেকে ১২ জন শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে এবং ২০১৭ সালে ৫ জন শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক-অভিভাবক কমিটি ও কল্যাণ সমিতি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বাধিক পঠিত