আজ চাঁদপুর রোটারী ক্লাবের ৪৪তম অভিষেক অনুষ্ঠান
প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব
চাঁদপুর রোটারী ক্লাবের ৪৪তম অভিষেক অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, চাঁদপুরের কৃতী সন্তান মোঃ নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি রোটাঃ আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে রোটারী আন্তর্জাতিক জেলার নেতৃস্থানীয় কর্মকর্তাবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২০১৮-১৯ রোটারী বর্ষের নতুন কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অভিষিক্ত হবেন।
২০১৮-১৯ রোটারী বর্ষে চাঁদপুর রোটারী ক্লাবের অভিষিক্ত বোর্ড সদস্যরা হলেন প্রেসিডেন্ট রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু পিএইচএফ, ক্লাব ট্রেইনার রোটাঃ পিপি কাজী শাহাদাত পিএইচএফ, আইপিপি রোটাঃ দেওয়ান আরশাদ আলী আরএফএসএম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ মোঃ নাছির উদ্দিন খান পিএইচএফ, রোটাঃ সূর্য কুমার নাথ ও শাহেদুল হক মোর্শেদ, সেক্রেটারী রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফ, রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার ও রোটাঃ মোঃ মোস্তফা, কোষাধ্যক্ষ রোটাঃ রোকনুজ্জামান রোকন, ডিরেক্টর (ক্লাব সার্ভিস) রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়–য়া আরএফএসএম, ডিরেক্টর (ভোকেশনাল সার্ভিস) রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম, ডিরেক্টর (কমিউনিটি) রোটাঃ মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল সার্ভিস) রোটাঃ নাজিমুল ইসলাম এমিল, ডিরেক্টর (ইয়ূথ সার্ভিস) রোটাঃ মোঃ রফিকুল ইসলাম, বুলেটিন এডিটর রোটাঃ কুমার গৌরব, সার্জেন্ট অ্যাট আর্মস্ রোটাঃ গোপাল সাহা, অ্যাডিশনাল সার্জেন্ট অ্যাট আর্মস্ রোটাঃ শাহানা ইসলাম ও রোটাঃ সাব্বির আজম।
অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অভিষেক কমিটির চেয়ারম্যান ও ক্লাব ট্রেইনার রোটাঃ পিপি কাজী শাহাদাত পিএইচএফ এবং ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু পিএইচএফ।