• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষাবরণ

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৮, ০১:১৪ | আপডেট : ২৫ জুলাই ২০১৮, ০১:২১
চাঁদপুর পোস্ট ডেস্ক
প্রিন্ট

বাঙালির কৃষ্টি-কালচার ও ঐতিহ্যের অন্যতম উৎসব হিসেবে ব্যতিক্রমী আয়োজনে কচুয়ায় এই প্রথম বর্ষাবরণ-১৪২৫ উদ্যাপন করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ২৪ জুলাই মঙ্গলবার বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে র‌্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি নীলিমা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও একাডেমির সুপারভাইজার আহসানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার

পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি প্রিয়তোষ পোদ্দার, শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান

শিক্ষক বটু কৃষ্ণ বসুসহ উপজেলার সকল কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও  নাটক পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।

সূত্র : চাঁদপুর কণ্ঠ।

সর্বাধিক পঠিত