• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ সাহিত্য একাডেমীর মাসিক সাহিত্য আসর

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৮, ০১:০৭ | আপডেট : ২৫ জুলাই ২০১৮, ০১:১১
চাঁদপুর পোস্ট ডেস্ক
প্রিন্ট

আজ ২৫ জুলাই বুধবার সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হবে। এ আসরে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা করা হবে। পাশাপাশি আসরে উপস্থিত লেখকবৃন্দ স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়া পাঠ করবেন। চলতি আসর পরিচালনা করবেন চাঁদপুর লেখক পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।


    জোড়পুকুরপাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে এদিন বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য এ আসরে সাহিত্যামোদীদের উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত।


    উল্লেখ্য, সাহিত্য একাডেমীর মাসিক সাহিত্য আসরে সাহিত্যামোদী যে কেউ যে কোনো লেখা নিয়ে অংশগ্রহণ করতে পারে।

সর্বাধিক পঠিত