ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদী হয়ে উঠেছে সন্ত্রাসী শরীফের দখলকৃত দোকানে তালা লাগিয়ে দিয়েছে
জনরোষের মুখে যে কোনো পেশী শক্তিই টিকে থাকতে পারে না, বিক্ষুব্ধ জনগণ ফুঁসে উঠলে যে যতো বড় ভয়ঙ্কর সন্ত্রাসীই হোক, দমে যেতে বাধ্য হয়, তার প্রমাণ দিয়েছে বকুলতলা এলাকাবাসী। চাঁদপুর শহরের চৌদ্দ কোয়ার্টার এলাকার দেলু সরকারের ছেলে ভয়ঙ্কর সন্ত্রাসী শরীফ হোসেন সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীই এখন প্রতিবাদী হয়ে উঠেছে। গত শনিবারের ঘটনায় বকুলতলা এলাকাসহ আশপাশের এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী শরীফের অবৈধভাবে দখলকৃত দোকানে তালা লাগিয়ে দিয়েছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে সন্ত্রাসী শরীফ এখন পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে।
গত শনিবার বিকেলে চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় সন্ত্রাসী শরীফসহ তার বাহিনী রেল শ্রমিক লীগ নেতা আঃ হান্নানের ছেলে সাদ্দাম হোসেনকে দ্বিতীয় বারের মতো কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর ৬/৭ মাস আগেও একবার তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে শরীফ বাহিনী। শনিবারের ঘটনার পর জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা এই সন্ত্রাসী শরীফকে প্রতিরোধে মাঠে নামে। শনিবার রাতেই এলাকার শত শত মানুষ একত্রিত হয়ে শরীফের দখলকৃত বকুলতলা এলাকার পাঁচটি দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং তাকে খুঁজতে থাকে।
এখন শরীফ এলাকা ছাড়া। সে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, পুরো বড়স্টেশন এলাকায় মাদকের মূল হোতা হচ্ছে এই শরীফ।
সূত্র : চাঁদপুর কণ্ঠ