• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনি এমপি আগামীকাল চাঁদপুর আসছেন

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ২১:২২ | আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২১:৩০
আল-আমিন হোসাইন
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি আগামীকাল চাঁদপুর আসছেন। তিনি  ২৪ জুলাই মঙ্গলবার একদিনের সফরে চাঁদপুর আসছেন। উক্ত সফরে তিনি তাঁর নির্বাচনী এলাকার হতদরিদ্রের মাঝে চাল বিতরণ করবেন। তিনি  ওইদিন সকাল সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য রওনা দেবেন। চাঁদপুর পৌঁছে সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার রামপুর ইউনিয়নে দরিদ্র ও অসহায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করবেন, বেলা সাড়ে ১২টায় কল্যাণপুর ইউনিয়নে দরিদ্র ও অসহায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তারপর দুপুর ৩টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন। 

সর্বাধিক পঠিত