রেল শ্রমিক লীগ নেতার পুত্র সাদ্দামকে আবারো কুপিয়ে জখম করলো সন্ত্রাসী শরীফ
চাঁদপুর শহরের চৌদ্দ কোয়ার্টার এলাকার সেই কুখ্যাত সন্ত্রাসী শরীফ সরকার ও তার বন্ধুরা আবারো কুপিয়ে গুরুতর জখম করলো অবসরপ্রাপ্ত রেল কর্মচারী ও রেল শ্রমিক লীগ নেতা আঃ হান্নান মিয়ার ছেলে সাদ্দামকে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর শহরের বকুলতলা সংলগ্ন গুয়াখোলা সবুজ ছাতার রাস্তায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় আহত সাদ্দামকে (২৮) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় কোপ এবং হাতের দুটি আঙ্গুল কেটে দিয়েছে।
আহত সাদ্দাম জানান, ৬/৭ মাস আগেও আমার উপর হামলা করা হয়। ভারত থেকে চিকিৎসা নিয়ে মৃত্যুর মুখ থেকে আল্লাহ আমায় বাঁচিয়ে এনেছেন। তখন হত্যার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলা কেনো তুলে নিচ্ছি না সে জন্যে দেলু সরকারের ছেলে শরীফ ও তার সহযোগী পাখী, দিনী, কুলিবাগানের আওলাদসহ অজ্ঞাত আরো কয়েকজন আমার উপর আবার হামলা করে। বড় রামদা দিয়ে তারা আমাকে কোপায়।
একটি ছেলেকে প্রাণে মেরে ফেলতে দুদফা এমন নৃশংস হামলার ঘটনায় শান্তিপ্রিয় সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। শান্তির শহর চাঁদপুরে চিহ্নিত একজন সন্ত্রাসী প্রকাশ্যে এমন সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার। এটি জনগণকে ভাবিয়ে তুলেছে। এ ব্যাপারে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সতর্ক দৃষ্টি না দিলে অপরাধীরা আরো রক্তপাত ঘটানোর সাহস পাবে এমন কথা বলছেন এলাকার সাধারণ মানুষ।