• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে পানিতে ডুবে যাওয়া শিশু রিফাতের খোঁজ মিলেনি

প্রকাশ:  ১৫ জুলাই ২০১৮, ০৮:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি এলাকায় ক্রিকেট খেলার বল পার্শ্ববর্তী খাল থেকে আনতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ রয়েছে শিশু রিফাত (৯)। তাকে উদ্ধারে রাত ৮টা থেকে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালালেও রাত ১০টা অবদি শিশু রিফাতের খোঁজ মিলেনি। গতকাল ১৪ জুলাই বিকেল সোয়া ৫টায় মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার খালে শিশুটি পানিতে ডুবে যায়।
    সরজমিনে গিয়ে জানা যায়, ঘটনার দিন চরমুকুন্দি গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের ছেলে রিফাত বিকেলে খালের পাশের একটি মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। খেলার সময় বলটি খালে পড়ে গেলে সে ওই বল আনতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। সে সময় পাশে থাকা নুপুর তাকে দেখতে পেয়ে রিফাতের মা ফিরোজা বেগমকে বাসায় গিয়ে খবর দেয়। পরে রিফাতের মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন ওই খালের পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান না পাওয়ায় চাঁদপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। রাত ৮টায় ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সিনিয়র স্টেশন অফিসার ফারুক হোসেন, লিডার রফিকুল ইসলাম ও ফায়ারম্যান খোকন মজুমদার উদ্ধার কাজ শুরু করেন। এ সময় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শওকত আলী বাদল, স্থানীয় ৪নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুজ্জামান মৃধা, আওয়ামী লীগ নেতা আনোয়ার সরকারসহ সহ¯্রাধিক জনতা শিশুটি দেখার জন্যে ভিড় করেন। তবে রাত ১০টা পর্যন্ত শিশু রিফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। যে স্থান দিয়ে শিশু রিফাত খালের পানিতে নেমেছিল সেই স্থানে তার জুতা জোড়া পাওয়া গেছে।