হাজীগঞ্জে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠান
গতকাল শনিবার হাজীগঞ্জে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান ও রোটারী ক্লাব অব উত্তরার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন। এদিন বিকেলে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের হলরুমে আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে আয়োজনকারীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, এ জাতীয় উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করে। যারা এ জাতীয় উদ্যোগ নিয়ে সমাজে কাজ করে তারা নিঃসন্দেহে ভালো মানুষ। একই অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আমরা এমন এক সরকারের সাথে কাজ করি যে সরকার মুক্তিযুদ্ধের কথা বলে, স্বাধীনতার কথা বলে, স্বাধীনতায় ভূমিকা রাখে, দেশমাতৃকার উন্নয়নের সদা কাজ করে, জঙ্গিবাদ নির্মূলে কাজ করে।
‘সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপূন সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন স্মৃতি সংসদ হাজীগঞ্জ উপজেলা শাখার পরিচালক মোঃ আরিফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব উত্তরার প্রেসিডেন্ট ও ইঞ্জিঃ মোহাম্মদ হোসেনের সহধর্মিণী রোটাঃ সুরাইয়া তালুকদার। উদ্বোধকের বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও উক্ত সংগঠনের উপদেষ্টা এএইচএম আহসান উল্যাহ। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মাওলানা ছাদেকুর রহমান খান।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ হাজীগঞ্জ উপজেলা বৃত্তি পরীক্ষার পরিচালক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তির অর্থ বিতরণ করা হয়।
বৃত্তি প্রদান শেষে রোটারী ক্লাব অব উত্তরার অর্থায়নে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে কম্পিউটার ও ট্যাব বিতরণ করেন প্রধান অতিথি ও তাঁর সহধর্মিণী।
অনুষ্ঠানের এ পর্বে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব উত্তরার প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ কাজী কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, উপজেলা তরুণলীগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবগলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সূত্র : চাঁদপুর কণ্ঠ