জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডের উদ্বোধন
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডের উদ্বোধন হয়েছে। গতকাল ১৪ জুলাই শনিবার সকাল ৯টায় চাঁদপুর শহরের শপথ চত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সাইদুজ্জামান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, ক্যাম্পেইন সুপারভাইজার হানিফ গাজী প্রমুখ।
৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। একই বয়সী শিশুদের আবার দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
চাঁদপুর জেলায় মোট ৩ লাখ ২১ হাজার ১শ’ ৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর টার্গেট রয়েছে।
সূত্র : চাঁদপুর কণ্ঠ