• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শিল্পকলা একাডেমীর নৈশ প্রহরী বিশ্বনাথ চৌধুরী নারী নির্যাতন মামলায় আটক

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ০৮:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির নৈশ প্রহরী ও ঝাড়–দার, শেখের হাট ত্রিপুরা পল্লীর বাসিন্দা বিশ্বনাথ চৌধুরী বিষুকে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন তাকে আটক করেন।
    ঘটনা সূত্রে জানা যায়, বিশ্বনাথ চৌধুরী বিষু তার প্রথম স্ত্রীকে ভরণ-পোষণ না দিয়ে মারধর করায় পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বরাবর নারী নির্যাতনের একটি অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে বিশ^নাথ মুসলিম ধর্মের এক মেয়ের সাথে পরকীয়া প্রেমে জড়িত রয়েছে বলেও উল্লেখ করা হয়। অন্য আরেকটি সূত্র থেকে জানা যায়, ১৩ বছরের যে মেয়েটির সাথে পরকীয়া প্রেমে জড়িত সেই মেয়ের মা পুলিশ সুপার বরাবর আরেকটি অভিযোগ দায়ের করেন। দুটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় এএসআই দেলোয়ার হোসেন তাকে আটক করেছেন।
    উল্লেখ্য, গত ১ জুলাই নাবালিকা মেয়েটিকে খুলনার বাগেরহাট মাজারে গিয়ে বিয়ে করে বিশ^নাথ। এ বিষয় নিয়েই বিষু ও তার প্রথম স্ত্রীর পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। প্রায় সময়ই সে তার প্রথম স্ত্রীকে প্রচ-ভাবে মারধর করত। প্রথম স্ত্রীর ঘরে তার দুটি সন্তান রয়েছে।

সর্বাধিক পঠিত