• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ মরহুম আঃ করিম পাটওয়ারীর সহধর্মিণীর ৮ম মৃত্যুবার্ষিকী

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ০৮:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আঃ করিম পাটওয়ারীর সহধর্মিণী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল এবং বাংলাদেশ সিভিল এভিয়েশনের উপ-পরিচালক মোঃ মাসুম পাটওয়ারীর মাতা মোসাম্মৎ ফাতেমা বেগমের আজ ৮ম মৃত্যুবার্ষিকী।
    এ উপলক্ষে পারিবারিকভাবে কোরআন খতম, কবর জেয়ারত ও বাদ আসর চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন মরহুমার পরিবারবর্গ। উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় চাঁদপুর সফরকালে মরহুমার বাসা পরিদর্শনের সময় তাঁর সাথে একান্তে সময় কাটিয়েছিলেন।

সর্বাধিক পঠিত