• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আওয়ামী লীগ নেতা বাচ্চু পাটওয়ারীর মৃত্যুতে ডাঃ দীপু মনি এমপির শোক

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ০৮:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

    চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। তিনি এক শোক বার্তায় বলেন, বাচ্চু পাটওয়ারী আওয়ামী লীগের রাজনীতিতে একজন ত্যাগী নেতা ছিলেন। দলের সাংগঠনিক সকল কর্মকা-ে তাঁর সরব উপস্থিতি ছিলো। ২০০৮ সালে আমার নির্বাচনের সময় তাঁর ভূমিকা বেশ প্রশংসনীয় ছিলো। এছাড়া অন্য সকল নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। আমি এমন একজন সাংগঠনিক লোকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সর্বাধিক পঠিত