• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লিগ্যাল এইড হতদরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে কাজ করে যাচ্ছে

--------------- জেলা জজ আব্দুল মান্নান

প্রকাশ:  ১১ জুলাই ২০১৮, ০৮:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) আব্দুল মান্নান বলেছেন, লিগ্যাল এইডের সহায়তা গ্রহণের জন্যে হতদরিদ্র জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে হবে। সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা, লিগ্যাল এইড কার্যক্রম কোনো বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত হচ্ছে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, এটি সম্পূর্ণরূপে সরকারের রাজস্ব অর্থায়নে পরিচালিত কার্যক্রম। আমাদের দেশে মামলার দীর্ঘসূত্রিতা তথা জট কমাতেও এ লিগ্যাল এইডের সুযোগ গ্রহণ সহায়ক ভূমিকা পালন করবে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হয়েছে। এ পর্যন্ত আমারা অনেক অর্জন করেছি, কিন্তু উন্নত দেশের তুলনায় আমাদের দেশের নারীরা এখনও পিছিয়ে আছে। তাদেরকে যত বেশি সুযোগ দেয়া হবে সমাজ তত বেশি সভ্যতা অর্জন করবে।
    তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইন রক্তদাতা গোষ্ঠী ‘জীবনদীপ’ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
    জীবনদীপের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও সাপ্তাহিক দিবাচিত্রের প্রধান সম্পাদক এসকে সুদীপের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহসান তারেক, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহামুদ জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল লতিফ শেখ, সহ-সভাপতি মোরশেদ আলম তালুকদার, কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, পালাখাল কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটুকৃষ্ণ বসু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রাণধন দেব, মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও মনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম ও কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সূত্র : চাঁদপুর কন্ঠ।