জেলা ব্র্যান্ডিং কমিটির ২৫তম সভায় জেলা প্রশাসক
ডাকাতিয়া নদীতে যদি কেউ ভাসমান রেস্তোরাঁ করতে চায় তাহলে তাকে সকল প্রকার সহযোগিতা করা হবে
জেলা ব্র্যান্ডিং কমিটির ২৫তম সভা গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি বলেন, ইলিশের বাড়ি চাঁদপুরকে সামনে রেখে ব্যাপক উন্নয়ন কার্যক্রমের মাস্টার প্ল্যান করা হচ্ছে। অনেকগুলো উন্নয়নের আওতায় আনা হয়েছে, পরিকল্পিতভাবে সেসব কাজ করা হবে। চাঁদপুরে যা আছে দেশের অনেক জেলাতে তা নেই। চাঁদপুরে আল্লাহ প্রদত্ত তিন নদীর মিলনস্থল রয়েছে, যা পর্যটকদের আকৃষ্ট করবে।
তিনি বলেন, চাঁদপুর শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী চাঁদপুরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এ ডাকাতিয়া নদীতে ভাসমান রেস্তোরাঁ করা যেতে পারে, তাহলে নদীতে বসে প্রাকৃতিক হাওয়া উপভোগ ও সৌন্দর্য দেখা যাবে। ডাকাতিয়া নদীতে বাণিজ্যিকভাবে কোনো ব্যক্তি যদি রেস্তোরাঁ করতে চায় তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে। ইতিমধ্যে পর্যটন কর্পোরেশনের কর্মকর্তারা চাঁদপুরকে ব্র্যান্ডিং-এর আওতায় এনে কাজ শুরু করে দিয়েছেন। চাঁদপুরের মানুষ শহরের উন্নয়ন যেভাবে দেখতে চায় অথবা উন্নয়নে যারা সম্পৃক্ত হবে তাদেরকে সেভাবে সম্পৃক্ত করা হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক সঞ্জয় কুমার সাহা, জেলা তথ্য অফিসার মোঃ নূরুল হক, পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল মোস্তফা, জেলা স্কাউটস্ কর্মকর্তা অজয় ভৌমিক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদুল ইসলাম। সভা সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমান।