• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনির বেলজিয়াম সফর

প্রকাশ:  ১০ জুলাই ২০১৮, ০১:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, ‘বাংলাদেশ নির্বাচন-২০১৮, রাজনীতি, অর্থনীতি ও সমাজতন্ত্র’ শিরোনামে আজ ১০ জুলাই বেলজিয়ামের ব্রাসেলস শহরে একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্যে ৮ জুলাই রাতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ২০১৮ সালের নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি দেশের মধ্যে সন্ত্রাসের হুমকি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের গণতন্ত্র ও শাসনকে শক্তিশালী করার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে সহায়তা করতে পারে সে সম্পর্কে কিছু গঠনমূলক ধারণা তিনি এই সেমিনারে প্রদান করবেন। সেমিনার শেষ করে ১২ জুলাই তিনি দেশে ফিরবেন।

সর্বাধিক পঠিত