ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে বেদম প্রহার
ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৫২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ী ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ওই ব্যবসায়ীর স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের নারকেলতলা গ্রামে।
জানা গেছে, গল্লাকবাজারের ব্যবসায়ী নারকেলতলা গ্রামের মিজি বাড়ির দেলোয়ার হোসেনের পরিবারের সাথে এই বাড়ির মৃত আনোয়ার মিয়ার ছেলে মুকুল হোসেন গংয়ের প্রকাশ্যে কোনো বিরোধ না থাকলেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৭ জুলাই শনিবার রাতে মুকুল হোসেন ও তার অপর দুই ভাই সাহিদ ও ছায়েদ দেলোয়ার হোসেনের ঘরে প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা ঘরের জিনিসপত্র তছনছ করে এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট করে। পরে গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়।
আহত দেলোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম জানান, হামলাকারীরা তাদের বাড়ির লোক হলেও তারা প্রভাবশালী। বর্তমানে তারা মামলা করলেও প্রতিপক্ষরা খুন ও গুম করার হুমকি দিচ্ছে বলে তিনি জানান।