• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আনন্দবাজার এলাকায় মেঘনার ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ দিয়ে বাঁধ দেয়া হচ্ছে

ডাঃ দীপু মনি এমপি টেকসই বাঁধ দিতে সিসি ব্লকের উদ্যোগ নিচ্ছেন : ইউপি চেয়ারম্যান

প্রকাশ:  ০৬ জুলাই ২০১৮, ০১:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় মেঘনা নদীর ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ দিয়ে বাঁধ দেয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তরপুরচ-ী ইউপি চেয়ারম্যান  ইমাম হাসান রাসেল গাজী জিও ব্যাগ দিয়ে বাঁধের কাজ এবং সোলার স্ট্রিট লাইট রাস্তায় ও বাজারে লাগানো কাজের শুভ উদ্বোধন করেন। এতে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ দেখা গেছে এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে ডাঃ দীপু মনি এমপি ও ইউপি চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করা হয়। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন।
    আনন্দবাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুল হান্নান বলেন, আমাদের মসজিদ মহল্লার মুসল্লিরা খুশি। তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এবং জনপ্রতিনিধিদের জন্যে মিলাদ মাহফিল করেছেন। জিও ব্যাগ দিয়ে বাঁধ কাজের উদ্বোধনের পূর্বে তরপুরচ-ী  ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী বলেন, এবারের ঈদুল ফিতরের দিন আনন্দবাজার এলাকাবাসী মেঘনার ভাঙ্গনের কবলে পড়েছে। এতে অনেক ঘর-বাড়ি ক্ষতি হয়েছে এবং নদীর পাড়ে ব্যাপক ভেঙ্গে একাকার হয়েছে। এ ভাঙ্গন রোধ করতে চাঁদপুর-৩ আসনের এমপি আলহাজ্ব ডাঃ দীপু মনি টেকসই বাঁধ দিতে সিসি ব্লকের উদ্যোগ নিচ্ছেন। আপাতত বর্ষায় মেঘনার ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ দিয়ে বাঁধ দেয়া হচ্ছে। এছাড়া তাৎক্ষণিক ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে ডাঃ দীপু মনি এমপি পাউবোকে নির্দেশ দিয়েছেন। সে সুবাদে পাউবো ১ হাজার জিও ব্যাগ দিয়েছে। আমরা তা দিয়ে কাজ শুরু করেছি। প্রতিনিয়ত এমপি মহোদয় খোঁজ নিচ্ছেন। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ও সদর ইউএনও মহোদয় তদারকি করছেন।
    উল্লেখ্য, গত ১৬ জুন শনিবার ঈদুল ফিতরের দিন ভোরে মানুষের ঘুম না ভাঙতেই আনন্দবাজারের কিছু অংশ মেঘনায় বিলীন হয়ে যাওয়ার খবর শুনতে পায়। নদীতে গোসল করতে গিয়ে মানুষ ভাঙ্গনের এ দৃশ্য দেখতে পায়। মেঘনার এ আগ্রাসনে ঈদুল ফিতরের আনন্দ ম্লান হয়ে যায় আনন্দবাজার এলাকাবাসীর।

সূত্র : চাঁদপুর কণ্ঠ

সর্বাধিক পঠিত