• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজার কলেজের একাদশ শ্রেণীর নবীণবরণ অনুষ্ঠানে ডাঃ দীপু মনি এমপি

শিক্ষা একটি নান্দনিক ও ধ্রপদী ধারার নির্মানমূখী প্রক্রিয়া

প্রকাশ:  ০৪ জুলাই ২০১৮, ২২:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

৪ জুলাই বুধবার সকালে চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি। প্রধান  অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি বলেন, শিক্ষা একটি নান্দনিক ও ধ্রুপদী ধারার নির্মানমূখী প্রক্রিয়া। যাতে মানবকুসুমকে প্রস্ফুটিত করে পূর্ণতা দিতে হয়। এ মহানব্রতে প্রয়োজন হয় দক্ষ নির্মাণশিল্পী। আর বিকাশ বান্ধব সুস্থির পরিবেশ। তবেই মানবকুসুম পূর্ণতা পেয়ে মনুষ্যত্বের অমূল্য উপাদানে শোভিত হয় জীবন মালঞ্চে। নদীমাতৃক সৌন্দর্যে কুল কুল বহমান ডাকাতিয়ার তীরে আপন প্রতিষ্ঠায় চারদিক বিমোহিত করে গড়ে উঠা পুরাণবাজার ডিগ্রি কলেজ শিক্ষার তেমনই এক সর্বানুকূল কাঙ্খিত প্রতিষ্ঠান ।
তোমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে এগিয়ে নেয়ার জন্য পুরাণবাজার ডিগ্রি কলেজ তোমাদের হাতছানি দিয়ে ডাকছে নিরন্তর। তোমাদের দৃপ্ত পদচারণায় মুখরিত হোক এ কলেজের প্রাঙ্গন, মুখরিত হোক যাযাবর স্মৃতিভবন, বাদামতরু , রবীন্দ্র নজরুল চত্বর আর চেতনায় প্রদীপ্ত হোক শহীদ মিনারের পূণ্য বেদী। কলেজের ৭ মার্চ চত্বর তোমাদের বিমোহিত করুক ইতিহাসের রোমাঞ্চ জাগিয়ে। নদী ও নিসর্গ শোভায় তোমাদের শিক্ষা হোক কালজয়ী। তোমাদের অনাগত সাফল্যে পুরানবাজার ডিগ্রি কলেজ হয়ে উঠুক গর্বিত জননীর মত দ্যুতিময়।

 

সর্বাধিক পঠিত