• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনময় সভা

দলীয় প্রার্থীর বিপক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ

প্রকাশ:  ০৪ জুলাই ২০১৮, ২২:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় প্রতীক নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল ৩ জুলাই মঙ্গলবার বিকেলে শাহরাস্তি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হাজী আবদুল লতিফের সভাপ্রধানে তাঁরই বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ নির্বাচনে আমরা আমাদের মনোনীত একক প্রার্থী দিয়েছি। কেউ যদি দলের বাইরে কাজ করে ও দলীয় প্রতীকের বিরোধিতা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়নের রোল মডেল করেছেন বিগত কোনো সরকার তা কখনো কোনোদিনেও করতে পারে নি। তারা আজ শেখ হাসিনার উন্নয়ন দেখে জ্বলেপুড়ে শেষ হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্যে দলের সকল নেতা-কর্মীর প্রতি তিনি আহ্বান জানান।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম. আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, মোঃ সোহেব দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, ডাঃ আবদুর রাজ্জাক, মোঃ রুহুল আমিন, মোঃ দিদার হোসেন পাটওয়ারী, মোঃ নিজাম উদ্দিন নিজাম, আবদুল আজিজ মানিক। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম খান, মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রেদওয়ান হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন মানিক, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ রেজাউল করিম বাবুল, যুগ্ম আহ্বায়ক তুষার চৌধুরী রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সূত্র : চাঁদপুর কণ্ঠ

সর্বাধিক পঠিত