• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেজবুকে ইয়াবাসহ মাদক বিক্রেতার ছবি প্রকাশ পাওয়ায়

কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

প্রকাশ:  ০৩ জুলাই ২০১৮, ২২:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে ফেজবুকে ইয়াবাসহ মাদক বিক্রেতার ছবি প্রকাশ পাওয়ায় মাদক বিক্রেতার সন্ধেহের শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছে  চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ কলেজের ছাত্রসোহেল গাজী (১৮) ও তার ভাই আনোয়ার গাজী (২০)।  মাদক বিক্রেতার পালিত দলের লোকেরা  কলেজ ছাত্র সোহেল ও তার ভাই আনোয়ারকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  অত:পর এ ঘটনার পর চান্দ্রা এলাকাবাসী তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে  গনধোলাই দিয়েছে, মাদক বিক্রেতা মদনা এলাকার মৃত আমির হোসেন খানের ছেলে মো: শহীদ খান,তার  স্ত্রী খুশিদা বেগম ও পুত্র রাজু খানকে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার শেষ বিকেলে বিকেলে চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের ফকির বাড়ির রাস্তার উপরে।
    এ ঘটনায় গুরুত্বর আহত হওয়া ছাত্র ও তার ভাইয়ের পক্ষ থেকে রাতে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
    চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে মাদক বিক্রেতা শহিদ খাঁনকে ইয়াবাসহ সম্প্রতি আটক করার ছবি ফেজবুকে দেওয়ার সন্ধেহে ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্রসহ সহোদরকে কুপিয়ে জখম করার ঘটনাটি ঘটে।  ঘটনার পরেই রক্তাক্ত জখম গুরুত্বর আহত কলেজ ছাত্র সোহেল গাজী ও তার ভাই আনোয়ারকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
     ঘটনার বিবরনে জানা যায়, চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের  চিহিৃত মাদক বিক্রেতা শহিদ খাঁনকে গত ২২ জুন বিকেলে ইউনিয়ন পরিষদের দফাদার ও এলাকাবাসি ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে মডেল থানা পুলিশকে খবর দিলে মডেল থানার উপ-পরিদর্শক পলাশ বরুড়া ঘটনাস্থলে গিয়ে শহীদ খানকে আটক করে থানায় নিয়ে আসে। ইয়াবাসহ আটকের ছবি এলাবাবাসি মোবাইল ফোনে তুলে ফেজবুকে ছেড়ে দেয়। এ ঘটনায় মাদক বিক্রেতা হাজতবাস খেটে মুক্তি পেয়ে বেড়িয়ে এসে গতকাল ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের ছাত্র বিকেলে কলেজ থেকে বাড়ি গেলে সোহেল গাজী ও তার ভাই আনোয়ার গাজীর উপর এক দল সন্তাসী প্রকৃতির লোকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
     উল্লেখ্য, গত কয়েক মাস পূর্বে ফরিদগঞ্জ থানা পুলিশ এই মাদক বিক্রেতা শহিদ খাঁনকে ইয়াবাসহ আটক করে। সেই সময় থানা থেকে মাদক বিক্রেতা শহিদ হাতকড়া সহ পালিয়ে যায়। এর তিন দিন পর তাকে তার এলাকা থেকে আটক করা হয়ে ছিল। সে রিপোট স্থানীয় পত্রিকায় প্রকাশ পায়। সে জেল বেড়িয়ে এসে    পুনরায় এলাকায় মাদক বিক্রি শুরু করে বলে এলাকাবাসী অভিযোগ রয়েছে।
     তার এই মাদকসহ আটকের ছবি ফেজবুকে দেওয়ার জের ধরে সন্ধেহ করে কলেজ ছাত্র সোহেল গাজী ও তার ভাইকে কুপিয়ে জখম করে।


ক্যাপশান: চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি সোহেল গাজী (১৮) ও তার ভাই আনোয়ার গাজী(২০)।