চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন
৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৭০ জন রোগীকে অপারেশনের ব্যবস্থা
চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুলাই) সকাল ৯টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা।
চক্ষু চিকিৎসা শিবির আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করেন ইউসিবিএল ব্যাংক লিমিটেডের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন খোকন পাটওয়ারী। চাঁদপুরজমিন হাসপাতালের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোঃ ওলি পাটওয়ারী, বাগাদী ইউপি সদস্য রিয়াজ উদ্দিন ভুট্টু পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার প্রোগ্রাম অফিসার মোঃ সফিকুল ইসলাম, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নূরে আলম রিপন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বাবু আলম, গাজী মোঃ ইমাম হাসানসহ অন্যরা।
চক্ষু চিকিৎসা শিবিরে ৪ জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন ও ৭০ জন রোগীকে অপারেশনের ব্যবস্থা করেন। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।