• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মমিনপাড়া দারুচ্ছুন্নাত তাহ্ফিযুল কোরআন মাদ্রাসার ছবক অনুষ্ঠান

সন্তানদের নৈতিকতা শিক্ষা দিতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই

-------------আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার

প্রকাশ:  ০২ জুলাই ২০১৮, ১০:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের মমিনপাড়া বহরদার বাড়ি রোডস্থ দারুচ্ছুন্নাত তাহ্ফিযুল কোরআন মাদ্রাসার হিফ্জ বিভাগের ছবক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে গতকাল ১ জুলাই রোববার সকালে মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে হিফ্জ বিভাগের শিক্ষার্থীদের ছবক প্রদান করেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের সভাপতি ও চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, কোরআনের সাথে যারা যুগ যুগ ধরে সম্পর্ক রেখেছে তাঁরা সমাজে আলোকিত হয়েছেন। পবিত্র কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা এবং নিজের নেক আমল বৃদ্ধি করা। কাজেই কোরআনের শিক্ষা সবাইকে অর্জন করতে হবে। তিনি আরো বলেন, সন্তানদের নৈতিকতা শিক্ষা দিতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। আজ আমাদের সন্তানরা ধর্মীয় সঠিক শিক্ষা না পাওয়ায় বিপথগামী হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান।
    মাদ্রাসার পরিচালক (মুদীর) হাফেজ মাওঃ মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ মোঃ ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দ্রাবাজার নূরীয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ মাহমুদুল হাসান, আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, বাহাদুরপুর দরবার শরীফের খলীফা মাওঃ আব্দুল খালেক, জামে নূর মসজিদের খতিব মুফতি মোঃ মহিউদ্দিন জাফরী, হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক হাফেজ মাওঃ আমিনুল ইসলাম, চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ মনির হোসোইন,  মুফতি মোঃ সোলায়মান বিন কাসেম,  কোড়ালিয়া পীর বাদশা মিয়া জামে মসজিদের খতিব মাওঃ মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মোঃ নজরুল ইসলাম বহরদার বাবুল প্রমুখ।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমিনপাড়া আব্দুস সামাদ মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য হাজী মোঃ ইছহাক মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম মোল্লা, মোঃ বাচ্চু মিয়া, মোঃ আকবর মাতাব্বর, মোঃ সফিকুর রহমান সফু, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মুহাম্মদ মজিবুর রহমান ও সহ-সভাপতি মোঃ সোলায়মানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাহবুবুল আলম। দোয়া-মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।