• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ডোমেক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘নির্বাচনী প্রচার ব্যবস্থাপনা ও ভোটার সংযোগ’ প্রশিক্ষণ

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ০৮:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত ‘নির্বাচনী প্রচার ব্যবস্থাপনা ও ভোটার সংযোগ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুন এবং গতকাল ২৩ জুন চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে ডোমেক্রেসি ইউএসএইড এবং ইউকেএইড-এর অর্থায়নে Strengthening Political Landscape (SPL) in Bangladesh প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত ‘নির্বাচনী প্রচার ব্যবস্থাপনা ও ভোটার সংযোগ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২টি ভিন্ন ব্যাচে উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
    রাজনৈতিক প্রচারাভিযান একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। নির্বাচনের ঘোষণা থেকে নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রচারাভিযানের বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয়। রাজনৈতিক দলসমূহ যাতে এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে তা আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ৮ম ব্যাচের ফেলো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর (উঃ) কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন (লাবু)। প্রশিক্ষণটি রাজনৈতিক কর্মীদের মাঝে অত্যন্ত ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল বাশার, সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লা রিজিওনাল অফিস।

 

সর্বাধিক পঠিত