• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন

প্রকাশ:  ২১ জুন ২০১৮, ০৮:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি ১ দিনের সফরে আজ ২১ জুন বৃহস্পতিবার চাঁদপুর আসছেন। এ সফর মূলত তাঁর নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদ পুনর্মিলনীর জন্যে। তিনি আজ সকাল ৭টা ২০ মিনিটে নদীপথে ঢাকা হতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি আজ বিকেল ৩টা থেকে চাঁদপুর শহরের মিশন রোডস্থ তাঁর বাসভবনে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সাধারণ জনগণ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে ঈদ পুনর্মিলনী শুভেচ্ছা বিনিময় করবেন। আগামীকাল ২২ জুন শুক্রবার বেলা ১২টায় তিনি নদীপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।