• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মায়া চৌধুরী ৩ দিনের সফরে চাঁদপুর এসেছেন

প্রকাশ:  ২১ জুন ২০১৮, ০৮:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি ৩ দিনের সফরে চাঁদপুর এসেছেন। তিনি গতকাল ২০ জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকা থেকে রওনা দিয়ে রাত সাড়ে ৯টায় মতলব উত্তর মোহনপুরস্থ নিজ বাড়িতে এসে পৌঁছেন। পরদিন ২১ জুন অর্থাৎ আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাঁর বাসভবনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রতিটি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করবেন। ২২ জুন শুক্রবার সকাল ১১টায় তাঁর বাসভবনে মতলব দক্ষিণ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পৌর মেয়র ও কাউন্সিলরের সাথে মতবিনিময় করবেন। একই স্থানে দুপুর আড়াইটায় মতলব উত্তর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং পৌর মেয়র ও কাউন্সিলরের সাথে মতবিনিময় শেষে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে মতলব ত্যাগ করবেন।

সর্বাধিক পঠিত