পুরাণবাজারে শ্রমিকদের মাঝে ডাঃ দীপু মনি এমপির পক্ষে লুঙ্গি বিতরণ
প্রকাশ: ২০ জুন ২০১৮, ০৯:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুর সদর আসনের এমপি ডাঃ দীপু মনির পক্ষে চাঁদপুর শহরের পুরাণবাজারে মিল-কারখানাসহ খেটেখাওয়া মেহনতি শ্রমিকদের মাঝে ঈদ উপলক্ষে লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত ২৮ রমজান ১৪ জুন বিকেলে পুরাণবাজার পৌর কমিউনিটি সেন্টারের সামনে ডাঃ দীপু মনি এমপির পক্ষে লুঙ্গি বিতরণ করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্যবসায়ী আঃ মজিদ খান ডেঙ্গু। তিনি জানান, এমপির পক্ষ থেকে ২শ' ও আমার ব্যক্তিগত ১শ' মোট ৩শ' লুঙ্গি এলাকার অসহায় শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে। শ্রমিকরা ঈদের আগে এই লুঙ্গি পেয়ে খুবই খুশি হয়েছেন। তারা আমাদের চাঁদপুরের উন্নয়নের রূপকার এমপি দীপু আপার জন্যে দোয়া করছেন।