• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাজু চৌধুরী ৩ মামলায় জেল হাজতে

প্রকাশ:  ১১ জুন ২০১৮, ১২:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ছেলে আমান উল্লা মিজান রাজু চৌধুরীকে আয়কর ফাঁকি ও চেক জালিয়াতির মামলায় গতকাল আদালত জেল হাজতে প্রেরণ করে।
    গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন আটকের পর আমান উল্যা মিজান রাজু  চৌধুরীকে ৩ মামলায় আটক দেখিয়ে গতকাল রোববার দুপুরে ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।  পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে।
    পুলিশ সূত্রে জানা যায়, আমান উল্যাহ মিজান রাজু চৌধুরী জমি ক্রয়-বিক্রয়ের নামে গুলশানের ব্যবসায়ী মিজানের কাছ থেকে ৫২ লক্ষ টাকা নেন। পরে মিজানকে জমি ক্রয়-বিক্রয়ে কোনো বিষয়ে ফয়সালা না করায় তিনি তার টাকা ফেরৎ চান। এক পর্যায়ে রাজু চৌধুরী উক্ত টাকা পরিশোধের বিষয়ে রফাদফা করে সময় নিয়ে তার নিজ একাউন্টের ৩টি চেক প্রদান করেন। এ ৩টি চেকে দেয়ার নির্ধারিত সময়ে বাদী উক্ত একাউন্টে উল্লেখিত পরিমাণ টাকা না পাওয়া ব্যাংক কর্তৃপক্ষ ঐ ৩টি চেক ডিজঅনার করে। পরে নিয়ম অনুযায়ী সকল প্রক্রিয়া শেষ করে বাদী মিজান ঐ ৩টি চেকের জালিয়তি মামলা করেন। এর মধ্যে ২টি চেকে আদালত তার ৬ মাস করে  ১ বছর সাজা প্রদান করে। এ অবস্থায়ও রাজু চৌধুরী কোনো ফয়সালা না করে আত্মগোপনে থাকেন। অপর দিকে দীর্ঘ কয়েক বছর পূর্বে আমান উল্যাহ মিজান রাজু চৌধুরী ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়কর ফাঁকি দেয়ায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। সেই মামলায়ও গুলশান থানায় গ্রেফতারি পরোয়ানা পৌঁছানো হয়। বর্তমানে এ ৩টি মামলায় তিনি জেল হাজতে রয়েছেন। তাছাড়াও অভিযোগ রয়েছে, টাঙ্গাইলের হানিফ উদ্দিন আহম্মদের ছেলে  মামুনুর রশিদ (পিন্টু) নামে এক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে ৪২ লক্ষ  টাকা নেন। ওই ব্যক্তি সুদূর টাঙ্গাইল থেকে চাঁদপুর শহর পর্যন্ত আসেন। এমনকি তার এ প্রতারণার বিষয়টি তিনি স্থানীয় এমপি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনিকেও অবহিত করেন। ডাঃ দীপু মনি এমপি মহোদয় নিজেও রাজু চৌধুরীকে টাকা পরিশোধ করার জন্য অনুরোধ জানান। কিন্তু তারপরও তাতে রাজু চৌধুরী কর্ণপাত করেননি।
    উল্লেখ্য, গত শনিবার ৯ জুন সকাল ১১টায় গুলশান থানার এসআই শামিম গুলশানস্থ আমান উল্যাহ মিজান রাজু চৌধুরীর ফ্ল্যাট বাসা থেকে তাকে গ্রেফতার করেন।

 

সূত্র : দৈনিক চাঁদপুর কণ্ঠ।