ডাঃ দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন
পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ ৮ জুন শুক্রবার নৌপথে চাঁদপুর পৌঁছে সকাল ১১টায় গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮নং ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ শেষে গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২নং ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করবেন। দুপুর ১২টায় পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ১৩নং ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করবেন। পরে চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে ৯৫ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করবেন। দুপুর ২টায় হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে হাইমচর উপজেলার জেলেদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ শেষে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হাইমচর উপজেলার আলগী উত্তর, আলগী দক্ষিণ ও চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করবেন।
বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে তাঁর আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিলে যোগদান করবেন। রাত ৮টায় চাঁদপুর শহরের মিশন রোডস্থ তাঁর বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। পরদিন শনিবার দুপুর ১টায় নৌপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।