চাঁদপুরে দিনে-দুপুরে মেঘনা নদীতে ডাকাতি ॥ আহত ১৫॥ গুরুতর আহত ৯ জেলে হাসপাতালে ভর্তি ॥ নগদ অর্থ ও মালামাল লুট
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর এলাকায় মেঘনা নদীতে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রকাশ্যে দিনে-দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে জেলে নৌকায় ঝাঁপিয়ে পড়ে। ডাকাতদের দেশীয় অস্ত্রের আঘাতে ও হামলায় কমপক্ষে ১৫ জেলে মারাত্বকভাবে আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আহত ৯ জেলেকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা জেলেদের কাছ থেকে ১০টি মোবাইল ও নগদ প্রায় ৩লাখ টাকা লুট করে। গতকাল ৭ জুন বৃহস্পতিবার দুপুর ২টায় চরফতেজংপুর এলাকার পূর্ব পাশে হরিণা ঘাট বরাবর মাঝ নদীতে ৪টি নৌকায় করে আসা ৪০ জনের ডাকাত দল এই ঘটনা ঘটায়।
আহত জেলেরা হচ্ছেন চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকার আবুল কালাম (৩৮), শাহাদাত গাজী (২৬), বিল্লাল শেখ (৪০), আবু সাঈদ (১৮), কালু শেখ (৪৫), মনসুর খান (৩৭), নাজির গাজী (২৮), মো. তারেক রহমান (২৫) ও নেছার আহমেদ পাটওয়ারী (৪০)।
আহতদের মধ্যে বিল্লাল শেখ জানান, গত ২দিন যাবৎ মেঘনা নদী থেকে মাছ আহরণ করে তারা। একই নৌাকায় ১৫জন জেলে ছিলেন। দুপুরে তাদের নিজ এলাকায় মাছ বিক্রি করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে ঘটনাস্থলে আমাদের নৌকাকে ৪টি নৌকায় করে ডাকাতরা এসে ঘিরে ফেলে এবং জেলেদের উপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করে রক্তাক্ত জখম করে। আমাদের সাথে থাকা নগদ অর্থ ও ১০টি মোবাইল সেট এবং নৌকায় থাকা জাল ও বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতরা। আমাদের চিৎকারে আশপাশের জেলে নৌকা এসে উদ্ধার করে দুপুর ৩টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এনে তাদেরকে ভর্তি করায়।
আহত বিল্লার শেখ জানান, ডাকাত দলের মধ্যে এক নৌকার মালিক ইব্রাহীম গাজী ও এক ডাকাত মোঃ মাসুদ তার পরিচিত। তাদের বাড়ি সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ঘাট এলাকার ছৈয়াল কান্দিতে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক বিপ্লব জানান, সংবাদ পেয়ে হাসপাতালে আহতদের সাথে কথা বলেছি। আহত জেলেরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল এলাকার ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম খান ও হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দু ছাত্তার রাঢ়ী আহত জেলেদের দেখার জন্য হাসপাতালে এসেছেন। তারা ঘটনার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওলিউল্লাহ্ ওলি জানান, ঘটনা শুনার পর ঘটনাস্থলে থানার পুলিশের উপ-পরিদর্শক বিপ্লব গিয়েছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।