• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৫:২৪ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৫:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো জহির হোসেন (২৮), মশিউর রহমান ইমন (২৫) ও আরিফ হোসেন(২৭)।

এ ব্যাপারে বুধবার সকালে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতির ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। 

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের টুকু মিয়ার বাড়িতে ৭/৮ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি বিশালাকার স্টিলের রামদা, লোহার শাবল, টর্চলাইটসহ জহির হোসেন (২৮), মশিউর রহমান ইমন (২৫) ও আরিফ হোসেন (২৭) কে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। 

এ ব্যাপারে এসআই মমিনুল হক বাদী হয়ে বুধবার দুপুরে ফরিদগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম অস্ত্র উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর আটকৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

সূত্রঃ ঢাকা টাইম্‌স ২৪

সর্বাধিক পঠিত