• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার চাঁদপুর আসছেন। এদিন তিনি সকাল থেকে রাত পর্যন্ত দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণসহ নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন।

তিনি আজ ভোর ৬টায় নদীপথে ঢাকা থেকে চাঁদপুর আসবেন। চাঁদপুর এসে প্রথমে তিনি সকাল সাড়ে ৯টায় পশ্চিম বিষ্ণুদী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। এরপর সকাল ১০টায় ১২৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং সবশেষে সন্ধ্যা ৭টায় মিশন রোডস্থ তাঁর বাসভবনে দলীয় নেতা-কর্মী এবং নির্বাচনী এলাকার জনগণের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল বুধবার সকাল ৯টায় তিনি সড়ক পথে নরসিংদীর উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

সূত্রঃ চাঁদপুর কন্ঠ