• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শুক্রবার ৩ ঘণ্টার জন্য ডিমের পিস ৩ টাকা

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ২৩:০৭ | আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২৩:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রতি পিস ডিমের দাম মাত্র ৩ টাকা ! বর্তমানে যেখানে একটি ডিমের দাম সাড়ে ৭ টাকা সেখানে এই কথাটি শুনে কেউ হাসি পাবে না হয় কেউ চমকে তো যাবেই। আবার কেউ অতি-উৎসাহী হয়ে ওঠবে বিষয়টি জানার জন্য।
 
আসলে বিষয়টি সত্য। প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসিসি) আসছে শুক্রবার ঢাকায় তিন ঘণ্টার জন্য ১২ টাকা হালিতে ডিম বিক্রি করার ঘোষণা দিয়েছে।
 
জানা যায়, ১৩ অক্টোবর হলো বিশ্ব ডিম দিবস। এই কারণে বিশেষ এই মূল্যে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর ও বিপিআইসিসি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য প্রতিটি ডিম ৩ টাকা বা হালি প্রতি ১২ টাকায় বিক্রি করা হবে। কর্তৃপক্ষ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
 
বাংলাদেশ বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে মিলে বিশ্ব ডিম দিবস পালন করবে। এই উপলক্ষে শুক্রবার সকালে কৃষিবিদ ইন্সটিটিউশন থেকে শোভাযাত্রা বের করা হবে। পরে থ্রি-ডি হলে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।

 

সর্বাধিক পঠিত