• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জবিতে গাইবেন বাপ্পা মজুমদার

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ২০:৩৯ | আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১২:১৬
জবি প্রতিনিধি
প্রিন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গান গাইবেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। বিশ্ববিদ্যালয় দিবস-২০১৭ ও যুগপূর্তি উৎসবে আগামী ২২ অক্টোবর সেখানে গান গাইবেন তার সহশিল্পীরা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তি উৎসব জাকজমকপূর্ণভাবে পালিত হবে। এবার জবির শিক্ষক শিক্ষকার্থীদের পাশাপাশি ব্যান্ড তারকা বাপ্পা মজুমদার সংগীত পরিবেশন করবেন।

তিনি বলেন, জবির যুগপূর্তি উৎসব বন্ধের দিন পড়ায় দুদিন পিছিয়ে ২০ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় দিবস ২০ অক্টোবর, কিন্তু উৎসবের আয়োজন করা হয়েছে ২২ অক্টোবর। দুই দিন পেছানো হয়েছে কেন? এমন প্রশ্নের জবাবে জবি উপাচার্য বলেন, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস বন্ধের দিন পড়েছে। তাই দুদিন পিছানো হয়েছে। তাছাড়া ২০ অক্টোবর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান জানান, ২০ অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষার সঙ্গে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা রাখা হয়েছে। যাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার সময় বিড়ম্বনার শিকার না হতে হয়।

অন্যদিকে দুটি বিশ্ববিদ্যালয় পাশাপাশি হওয়ায় প্রতি বছর একই দিনে উভয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাখা হয়। ভর্তি পরীক্ষা থাকায় দিবসটি ২০ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ওহিদুজ্জামান আরো বলেন, ২২ অক্টোবর সকাল নয়টা দশ মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূঁইয়া। ৯টা পনের মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করা হবে।

সকাল সাড়ে ৯টায় সব বিভাগের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে র‌্যালি বের হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় দিবস ২০১৭ উপলক্ষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে সংগীতানুষ্ঠান পরিবেশন করবে সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

সর্বাধিক পঠিত