• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পাঁচ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৩:২৫
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার বিকালে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও চেকপোস্ট ও ভারতের কিল্লাপাড়া জিরো পয়েন্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়। নালিতাবাড়ী থানার উপপরির্দশক (এসআই) নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে ফেরত আসা পাঁচজন হলেন-শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলার শাহাজুল হকের ছেলে মমিন মিয়া (৩৫), আব্দুল মুন্নাফের ছেলে মিজানুর রহমান (২০), জবেদ আলীর ছেলে মনু মিয়া (২২) এবং কুড়িগ্রাম রৌমারী উপজেলার গেদু মিয়ার ছেলে গেটুমিয়া (৪০) ও আব্দুল হকের ছেলে শাকিরুল ইসলাম (২২)।

নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর ও কুড়িগ্রাম সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ওই পাঁচ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের পর বিএসএফের হাতে আটক হন। পরে আদালতের মাধ্যমে তাদের তুরা জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর মঙ্গলবার তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয় বিএসএফ।

এসময় বিজিবির হাতীপাগার কোম্পানি কমান্ডার সাইফুল ইসলাম, নালিতাবাড়ী থানার উপ পরির্দশক (এসআই) নজরুল ইসলাম খান, বিএসএফের কিল্লাপাড়া বিওপি কমান্ডার অজয় দাস ও ডালু ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ডি হাজং উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত